মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতে হাসছিলেন নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৪:৪৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টকে শনিবার দেশটির ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা  হয়। এসময় তিনি হাসছিলেন বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 

নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার বেলা দেড় টা নাগাদ ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জনের প্রাণহানি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি। 

দেশটির সংবাদ মাধ্যম হেরাল্ড জানায়, শনিবার ওই সন্দেহভাজন হামলাকারীকে আদালতে হাজির করা হয়। এসময়  ২৮ বছর বয়সী ব্রেন্টনের গায়ে সাদা রঙের কয়েদীদের পোশাক ও হাতে হ্যান্ডকাফ পরা ছিল।  

সংবাদ মাধ্যমটি আরো জানায়, ডকে ছবি তোলার সময় ব্রেন্টন টারান্ট আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসছিলেন।

ওই হামলাকারীর ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। 

অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান জানিয়েছেন খুব শিগগিরই দেশটিতে অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে। 

ইত্তেফাক/এসআর