শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রদ্ধা জানাতে নিউজিল্যান্ডের হাজারো শিক্ষার্থী শুনলেন আজান ( ভিডিও )

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:০৯

নীরবে দাঁড়িয়ে আছেন শত শত শিক্ষার্থী। কেউ মুখে কোন কথা বলছে না, কোথাও যাওয়ার জন্য কারো মধ্যে তাড়া নেই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই শুনছেন আজান।

জানা যায়, ক্রাইস্টচার্চে অবস্থিত নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজন করেন। গত শুক্রবারের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত মুসল্লিদের শ্রদ্ধা জানাতে আজান শুনে শ্রদ্ধা জানান। 

শিক্ষার্থীদের দাঁড়িয়ে আজান শোনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় শত শত শিক্ষার্থী দাঁড়িয়ে আজান শুনছেন নিহতদের শ্রদ্ধা জানাতে।

বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এর ব্যাপক প্রশংসা করছেন। কেউ বলছেন, সন্ত্রাসীর কোন ধর্ম নেই, সবার আগে আমাদের বড় পরিচয় আমরা মানুষ।

আবার কেউ লিখেছেন, নিউজিল্যান্ডের শিক্ষার্থীদের স্যালুট জানাই এমন উদ্যোগ নেয়ার জন্য।

ইত্তেফাক/এসআর