শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে নোবেল দেয়ার দাবি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৫:১৭

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন যে ভূমিকা রেখেছেন তার প্রশংসা এখন বিশ্বজুড়ে। সেইসঙ্গে জাসিন্ডাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে। 

নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাসিন্ডাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য চেঞ্জ.ওআরজি ও আভাজ.ওআরজি নামের দুইটি ওয়েবসাইটে হাজারো আবেদনকারীর আবেদন করেছে। 

কেউ বলেছেন, জাসিন্ডার এমন ভূমিকার অন্য অবশ্যই নোবেল পুরস্কার দেয়া উচিৎ।

কেউ বলেছেন, মুসলিম ধর্মের অনুসারী না হয়েও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য যা করলেন তা মনে রাখার মতো।

এছাড়া বিশ্বব্যাপী বিশ্ব নেতাদের ব্যাপক প্রশংসা পান জাসিন্ডা। 

গত ১৫ মার্চ  আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট। হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন ও ৪০ জনের বেশি লোক আহত হন।

হামলার পরই জাসিন্ডা ওই হামলাকারীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। এছাড়া দেশটিতে মুসলিম সম্পদায়ের লোকেরা যাতে নিউজিল্যান্ডকে নিরাপদ মনে করেন তার প্রায় সকল ব্যবস্থা করেন। এছাড়া ওই হামলাকারীর নাম কখনো মুখে নিবেননা বলেও অঙ্গীকার করেন।

হামলায় নিহতদের পরিবারকে জড়িয়ে ধরে সমবেদনা জানান জাসিন্ডা। ছবি: সংগৃহীত। 

আরো পড়ুন: কিমকে ‘ব্যাপক পছন্দ’ ট্রাম্পের, তাই নিষেধাজ্ঞা প্রত্যাহার!

হামলায় নিহতদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে শুক্রবার ২ মিনিট নীরবতা পালন করা হয় এবং আল নূর মসজিদ থেকে সরাসরি নামাজ রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হয়। 

ইত্তেফাক/এসআর