মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সন্ত্রাসী হামলায় মন্ত্রীসহ ৫ জন নিহত হয়েছে। একটি সরকারি ভবন জিম্মি করে হামলাটি চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার সরকারি কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হোসাইন বলেন, মন্ত্রী সাকার ইব্রাহিম আব্দুল্লাহ ওই ভবনের নীচতলায় ছিলেন। হামলা শুরুর অল্পক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পাঁচজন বন্দুকধারী ভবনটিতে ঢুকে হামলা চালায়। ভেতরে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বর্তমানে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান শেষ করে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা এপির প্রতিবেদকে জানিয়েছে। হামলার সরকারি ভবনটির বাইরে সরকারি সেনাদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ নিজের চেয়ার ছেড়ে সেই জহিরুলের পাশে এসে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিহত সাকার ইব্রাহিম আব্দুল্লাহ সোমালিয়া সরকারের শ্রম ও সমাজকল্যান বিভাগের মন্ত্রী ছিলেন। এ হামলা দায় স্বীকার করেছে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব।

ইত্তেফাক/টিএস