শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চৌকিদার হতে পারব না, কারণ আমি ব্রাহ্মণ: বিজেপি নেতা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪০

চৌকিদার হওয়ার লাইন লেগে গেছে বিজেপির গেরুয়া শিবিরে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির সব কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব টুইটার প্রোফাইলে নিজের নামের আগে চৌকিদার লিখে ফেলেছেন। মোদীর কথা মেনে সবাই চৌকিদার হয়ে গেলেও এত ‘নীচে’ নামতে পারবেন না বলে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর এই মন্তব্যে তুমুল বিতর্ক উঠেছে ভারতের সামাজিক মাধ্যমে।  টাইমস অব ইন্ডিয়া।

থান্থি টিভি নামে এক তামিল সংবাদ চ্যানেলকে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বললেন, ‘আমি চৌকিদার হতে পারব না। কারণ আমি একজন ব্রাহ্মণ। আমি নির্দেশ দেব আর চৌকিদাররা সেই নির্দেশ পালন করবে।’

জাতপাত নিয়ে নাক উঁচু হিসেবে পরিচিত এই নেতার মন্তব্যকে ভালো চোখে দেখেননি অনেকেই। তাঁর এই মন্তব্যের ১৫ সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর চিন্তাধারার সমালোচনা করেছে ফেসবুক ব্যবহারকারীরা।

আরও পড়ুনঃ ‘রাষ্ট্রীয় স্বীকৃতি না পেয়ে অভিমানে আড়ালে চলে যান তিনি’

লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ‘চৌকিদার চোর হ্যায়’-এর জবাব দিতে ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পেইন শুরু করেছেন নরেন্দ্র মোদী। তবে তাঁর এই প্রয়াসকে অস্বস্তিতে ফেলে দিলেন তাঁর দলের প্রবীণ নেতা।

ইত্তেফাক/টিএস