শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বের অধিকাংশ সমস্যার কারণ কোরআনকে অনুসরণ না করা: খামেনি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৩:৪৭

বর্তমানে মুসলিম বিশ্ব তথা গোটা মানবসমাজের অধিকাংশ সমস্যা ও সংকটের কারণ হচ্ছে পবিত্র কোরআনকে অনুসরণ না করা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ ও ক্বারিদের এক সমাবেশে সোমবার এমন মন্তব্য করেন।  

তিনি বলেন, পবিত্র কোরআন পৃথিবীতে সম্মান-মর্যাদা, কল্যাণ, উন্নয়ন, শক্তি-সামর্থ্য, সংহতি ও সুন্দর জীবন ব্যবস্থা এবং পরকালের সুখ-শান্তির ক্ষেত্র প্রস্তুতকারী হিসেবে কাজ করে।

কিন্তু বর্তমানে কোনো কোনো মুসলিম দেশের শীর্ষ নেতা সিরিয়া ও ইয়েমেন যুদ্ধের মতো সংঘাত এবং মুসলমান হত্যার ক্ষেত্র তৈরির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বলেছেন ইরানের এই নেতা। 

আরো পড়ুন: কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ৪ 

খামেনি এছাড়াও বলেন, কয়েকটি মুসলিম দেশ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের দালালি করছে। তথ্য সূত্র: পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর