শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আরও সুন্দর করে নির্মিত হবে নটরডাম ক্যাথেড্রাল’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:২২

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, নটরডাম ক্যাথেড্রালকে আরো সুন্দর করে পুনঃনির্মাণ করা হবে।গত সোমবার ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার গির্জাটি আগুনে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির।

বুধবার ম্যাক্রো বলেছেন, আগামী ৫ বছরের মধ্যেই নটরডাম ক্যাথেড্রালের পুনঃনির্মাণ সম্পন্ন করতে চাই, এবং আমরা সেটা পারবো। 

তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পুনঃনির্মাণ করতে এক দশকের বেশি সময় লাগতে পারে।   

সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট আরো বলেন,  ‘পুড়ে যাওয়া মানেই সব শেষ নয় বরং ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ৷ নতুন ক্যাথেড্রাল হবে আরও দৃষ্টিনন্দন।’ 

৮৫০ বছরের প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুইশ বছর। গির্জাটি দ্বাদশ ও ত্রয়োদশ শতক ধরে নির্মাণ করা হয়। তবে অগ্নিকাণ্ডের পর মূল কাঠামো এবং দুটো বেল টাওয়ার রক্ষা করা গেছে বলে জানান কর্মকর্তারা।

প্রাচীন গোথিক ভবনটিকে রক্ষার জন্য দমকল কর্মীরা ব্যাপক চেষ্টা চালালেও এর উঁচু মিনার এবং ছাদ ধ্বসে পড়ে। দীর্ঘ ১৫ ঘন্টা পর দেশটির দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। 

আরো পড়ুন: ফেরদৌসে জামায়াতে ইসলামীর গন্ধ খুঁজছে বিজেপি 

অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়, তবে কর্মকর্তারা বলছেন, চলমান সংস্কার কাজের সাথে কোনো যোগসূত্র থাকতে পারে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। 

ইত্তেফাক/এসআর