শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নির্বাচনী প্রচারণায় বাধা-বিপত্তিতে কোনো আইন নেই’

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:৩০

‘নির্বাচনী প্রচারে কে থাকবে, কে থাকতে পারবে না; তার কোনও আইন নেই।’ বাংলাদেশি অভিনেতা ফেরদৌসের প্রচারে অংশ নেওয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গে বললেন পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকাল থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেওড়াফুলি ফাঁড়ি মোড় থেকে প্রচার শুরু করেন। বড় বড় হাত পাখায় প্রার্থীর ছবি নিয়ে ভোটের প্রচারে অংশ নেন তৃণমূল সমর্থকরা। তখনই ফেরদৌস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে অংশ নেন বাংলাদেশি অভিনেতা ফেরদৌস। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চান তিনি। বিজেপির অভিযোগের পর বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

আরও পড়ুন : চাটমোহরে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

দেশটির অভিবাসন দফতরের প্রতিবেদনে জানানো হয়, ভারতে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফেরদৌসকে। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছেন অভিনেতা। অভিবাসন দফতরের প্রতিবেদনের ভিত্তিতে ফেরদৌসের ব্যবসায়িক ভিসা বাতিল করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে অবিলম্বে ভারত ত্যাগের নোটিশ দেওয়া হয়। সে অনুযায়ী ইতোমধ্যে তিনি দেশে ফিরেছেন। 

ইত্তেফাক/কেআই