শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৪:৪৭

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ১মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পে রাজধানী তাইপেতে উঁচু বিভিন্ন ভবন জোরে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন : খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কোনো তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্পে আতংকিত হয়ে পড়া অনেক শিক্ষার্থী তাদের শ্রেণিকক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়। অফিস-বাসাবাড়ি থেকে মানুষ খোলা জায়গায় আশ্রয় নেন।

 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পটি পুরো দ্বীপরাষ্ট্রে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট পাথর ধসের কারণে ইলান ও হুয়ালিয়েনকে সংযুক্ত করা একটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়।

 

 

ইত্তেফাক/ইউবি