বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিয়ের মণ্ডপ থেকে উঠেই ভোট কেন্দ্রে এই নবদম্পতি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৪২

বৈশাখ পড়তেই শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। ভোট বলে তো আর বিয়ে আটকে থাকতে পারে না। শুভদিনে ভোট পড়েছে। তাই সকাল সকাল বিয়ে সেরে একেবারে দায়িত্বশীল নাগরিকের মতো সোজা বুথে গিয়ে ভোট দিলেন নবদম্পতি।

জম্মু–কাশ্মীরের উধমপুরের ভোট কেন্দ্রে সকাল সকাল একেবারে বর–কনের সাজেই হাজির হয়েছিলেন তারা। কণের পরণে লাল শাড়ি আর বরের মাথায় পাগড়ি। বোঝাই যাচ্ছিল একেবারে বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছেন তারা। ভোট দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তারা।

আরো পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী

নবদম্পতি সাংবাদিকদের জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান এখন তিন চারদিন ধরে চলবে। কিন্তু ভোট তো একদিন। নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার সবার আগে আমাদের। তাই ভোট যখন দিতেই হবে তখন আর দেরি করিনি। সকালেই হাজির হয়ে গিয়েছি বুথে। কারণ বেলা বাড়লেই ভিড় বাড়বে।

দ্বিতীয় দফার ভোটে জম্মু–কাশ্মীরে ভোট চলছে সকাল থেকে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/বিএএফ