বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ আফ্রিকায় গির্জার দেয়াল ধসে নিহত ১৩

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৯:০৭

দক্ষিণ আফ্রিকায় একটি গির্জার দেয়াল ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে, এতে গুরুতর আহত হয়েছে আরো ২৯জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

দেশটির জরুরি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কাওয়াজুলু নাটাল প্রদেশের ইমপানগেনি শহরে অবস্থিত পেনটেকোস্টাল হোলিনেস নামের গির্জায় এ দুর্ঘটনা ঘটে। 

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে প্রার্থনার সময়ে গির্জার সামনের দেয়াল ধসে পড়ে বলে জানা যায়। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলেই গির্জার দেয়াল ধসে পড়েছে।

আরো পড়ুন: ফের কাশ্মীরে গোলাগুলি, নিহত ২ 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইত্তেফাক/এসআর