শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এইচআইভি ভাইরাস দিয়ে চিকিৎসায় সাফল্য

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২১:২৫

মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, এইচআইভি ভাইরাস ব্যবহার করে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এমন ৮টি শিশুকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন তারা। এমন শিশুদেরকে ‘বাবল বয়’ হয়। রোগটির চিকিৎসায় এইচআইভি ভাইরাস দিয়ে এক প্রকার জিন থেরাপি তৈরি করেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।

এ বিষয়ক গবেষণার ফলাফল নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশ করা হয়েছে। গবেষণাটি টিনেসি হাসপাতালে পরিচালনা করা হয়।

বিবিসি জানায়, ওই শিশুরা জন্ম থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতাহীন। সাধারণত, এসব শিশুরা কম বয়সেই মারা যায়। সংক্রমণ থেকে বাঁচাতে জন্মের পরপর তাদেরকে প্লাস্টিকের বিশেষ ঘরে রাখতে হয়। কিন্তু চিকিৎসার ফলে এমন ৮টি শিশু এখন সম্পূর্ণভাবে রোগ প্রতিরোধী।

চিকিৎসায় শুরুতে শিশুদের বোনমেরু সংগ্রহ করা হয়। এরপর ডিএনএ-তে থাকা জিনগত ত্রুটি সারিয়ে তোলা হয়। এক্ষেত্রে এইচআইভি ভাইরাসের একটি পরিবর্তিত ভার্সনকে কাজে লাগায় চিকিৎসা বিজ্ঞানীরা।

গবেষকরা জানিয়েছেন, এই চিকিৎসা নেয়া বাচ্চারা এক মাসের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করতে পেরেছে।

আরও পড়ুনঃ মাদ্রাসার টাকা যেত প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের পকেটে

জার্নালে গবেষণাটির লেখক ইয়েলিনা ম্যামকার্জ বলেন, ‘এই শিশুরা কম বয়সী, কিন্তু তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন সম্পূর্ণ কার্যকর। তাদেরকে টিকা দেয়া যাচ্ছে এবং তারা সব ধরনের সংক্রমণ থেকে সুরক্ষিত।’

ইত্তেফাক/টিএস