মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় আবারও হতে পারে সন্ত্রাসী হামলা: যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৭:৩১

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনার পর দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতরের জারি করা এক সতর্কবার্তায় শ্রীলঙ্কায় আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, এমন আশঙ্কার কথা জানানো হয়।

ওই সতর্কতায় বলা হয়েছে, 'কোনো ধরনের পুর্ব বার্তা ছাড়াই পর্যটন এলাকা, ধর্মীয় স্থাপনা, গণপরিবহন, মার্কেট বা শপিং মল, আবাসিক হোটেল, বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য জনবহুল এলাকায় যেকোন সময় সন্ত্রাসী হামলা হতে পারে। যারা এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন কিংবা দেশটিতে ভ্রমণে যাচ্ছেন, তাদেরকে মার্কিন পররাষ্ট্র দফতরের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামের (এসটিইপি) সঙ্গে সংযুক্ত থাকতে বলা হচ্ছে। সেখান থেকে নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে'।

আরও পড়ুন:  শ্রীলংকায় বোমা হামলায় হতাহতের ঘটনায় খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা

এর আগে, রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে প্রাণ হারান ৩৫ বিদেশি নাগরিকসহ মোট ২৯০ জন। আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ।  নিহতদের একজন বাংলাদেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি