শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহতের ১১

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:৫৬

একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনের লুজান দ্বীপে। সোমবার স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্প আঘাতে নিহতের সংখ্যা অন্তত ১১ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফিলিপাইনের লুজান দ্বীপে স্থানীয় সময় ৫টা ১১ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে সেখানকার একটি বিমানবন্দরের দুইটি ভবন ধসে পড়ে। এছাড়াও ভূমিকম্পে দেশটির রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমের প্রদেশ পামপাঙ্গাতে একটি ভবন ধ্বসে এর নিচে চাপা ও আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  আজ দে‌শে ফির‌ছেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে পামপাঙ্গার গভর্নর স্থানীয় জানান, 'ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লুবাউ শহর থেকে নাতিসহ এক বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে'। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি