শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জনতার ভিড়ে গাড়ি চালিয়ে পুলিশের হামলা, নিহত ১০

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৩:২০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইস্টার সানডের শোভাযাত্রা চলাকালে এক পুলিশ সদস্য দ্রুত গতিতে তার গাড়িটি জনতার ভিড়ের মধ্যে চালিয়ে দিলে ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন। পরে বিক্ষুব্ধ জনতা ওই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র সোমবার একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির রাজ্য পুলিশের নারী মুখপাত্র ম্যারি মল্লুম জানান, গোম্বে রাজ্যে রবিবার ইস্টার সানডে পালনকালে ওই পুলিশ সদস্য এ ভয়াবহ ঘটনা ঘটায়। এ সময় তার ডিউটি ছিল না। 

মল্লুম বলেন, এ ঘটনায় ‘মোট ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ সদস্য ও তার সঙ্গে থাকা আধা-সামরিক বাহিনীর এক সদস্য রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা জেনেছি এ হামলা চালানোর সময় ওই পুলিশ সদস্য ও তার বন্ধু ইউনিফর্ম পরা ছিল না। হামলার পর বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তারা নিহত হয়।’

আরো পড়ুন: শিগগির রাশিয়া যাচ্ছেন কিম

মল্লুম আরো বলেন, এ মর্মান্তিক হামলায় আরো ৩০ শিশু আহত হয়। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। 

ইত্তেফাক/এসআর