শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুইজারল্যান্ডে তুর্কি কনস্যুলেটে পেট্রোল হামলা, আটক ৩

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৪:১৪

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত তুরস্কের কনস্যুলেটে পেট্রোল হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর ডেইলি সাবা’র।  

ওই কনস্যুলেটে নিযুক্ত তুর্কি কনসাল আসিয়ে নূরকান ইপেকসি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কনসাল আসিয়ে নূরকান ইপেকসি সংবাদ সংস্থা আনাদলুকে জানান, রাত ২ টা ৫১ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় কেউ আহত হয়নি এবং ওই ভবনের কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান। 

ইতিমধ্যে দেশটির পুলিশ এ হামলায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে। ঘটনায় আটককৃতদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ১৮ এবং তৃতীয় জনের ১৯ বছর। 

আরো পড়ুন: জনতার ভিড়ে গাড়ি চালিয়ে পুলিশের হামলা, নিহত ১০

দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর