শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০১:২৫

মিয়ানমারে খনিতে ভূমিধসে অন্তত ৫৪ জনের প্রাণহানি হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে কাচিন প্রদেশে জেড খনিতে এ ভূমিধস হয়েছে সোমবার দিবাগত রাতে স্থানীয় সময় ১১টার দিকে। এ সময় খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। খবর: রয়টার্স।

স্থানীয় কর্মকর্তা তিন সোয়ে বলেন, ‘দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে অন্তত ৪০টি মেশিন ও অন্য যানবাহনও চাপা পড়েছে। পুরনো খনিটিতে একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

আরও পড়ুনঃ বিয়ের দাওয়াত না পেয়ে অতিথিদের গাছে বেঁধে নির্যাতন

খনি ধসের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা। কিয়া সোয়া অং নামের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু