শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৬০

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৬:৩৫

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত মধ্যে ৩০ জনকে দেশটির সিআইডি’র তত্ত্বাবধানে কারাগারে রাখে হয়েছে। আটককৃতদের সবাই শ্রীলঙ্কান বলে খবরে বলা হয়েছে। 

এছাড়া বিবিসির এক খবরে বলা হয়েছে, আত্মঘাতি এক হামলাকারি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে পড়াশুনা করেছেন। 

এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক। 

ইতিমধ্যে এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)। মঙ্গলবার আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে। তবে এ ব্যাপারে কোন প্রমাণ উপস্থাপন করেনি সংগঠনটি।

আরো পড়ুন: রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ৩৫৯

এর আগে, শ্রীলঙ্কান সরকার দাবি করে, আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা নিয়ে উগ্র ইসলামপন্থী সংগঠন তৌহিদ জামাত হামলাটি চালিয়েছে। সংগঠনটি দায় স্বীকার করেছে বলেও দাবি করে রুশ বার্তা সংস্থা তাস। 

ইত্তেফাক/এসআর