শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথমবারের মতো কিম-পুতিন বৈঠক

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১০:৩৩

প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে এই শীর্ষ দুই নেতা বৈঠকে বসেন। এই দুই নেতার বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয়।

বৈঠকে কোরিয়া উপ-দ্বীপের 'পারমাণবিক সমস্যা' নিয়ে আলোভনার কথা রয়েছে। বৈঠকে এই ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে। তবে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত দুই দফা বৈঠক ব্যর্থ হওয়ায় ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এই রাশিয়া যাত্রা। 

আরও পড়ুন:  টোকিওতে বাংলাদেশ বিনিয়োগ সেমিনার

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ জানান, 'সম্প্রতি কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে রাশিয়া যেকোনো ভাবে সাহায্য করতে ইচ্ছুক'। 

ইত্তেফাক/জেডএইচডি