বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারও বোমায় কেঁপে উঠলো শ্রীলঙ্কা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১২:১৯

আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, 'আদালতের পেছনে একটি বিস্ফোরণ হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ধরনের নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছে এটা সেরকম না'।

তিনি আরও বলেন, 'ম্যাজিস্ট্রেট আদালতের পেছনের খোলা মাঠে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করছে পুলিশ'।

গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে সিরিজ বোমা হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গোটা দেশজুড়ে। তার মধ্যেই এ ধরনের বিস্ফোরণ আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এর আগে গত বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:  বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত রবিবার এর আগে গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে ভয়াবহ সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে ৩৫ বিদেশ ও ৪৫ শিশুসহ নিহত হন ৩৬৯ জন। আহত হন প্রায় পাঁচ শতাধিক। হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

ইত্তেফাক/জেডএইচডি