শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জুমার নামাজ আদায়ে মসজিদে যাবেন না’

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:১২

শুক্রবারের (আজ) জুমার নামাজ আদায়ে কেউ যেন মসজিদে না যায়। এমনই আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী এম এইচ আব্দুল হালিম।

এক জরুরি বার্তায় মন্ত্রী হালিম দেশটির মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন জুমার নামাজ আদায়ের জন্য মানুষ যেন শুক্রবার মসজিদে না যান। তারা যেন বাসাতেই নামাজ পড়েন। 

এছাড়া শ্রীলঙ্কায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির সকল ক্যাথলিক চার্চ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। 

শ্রীলঙ্কায় ইস্টার সানডে তে  চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ‘প্রায় ২৫৩ জন’ নিহত হন। এছাড়া হামলায় পাঁচ শতাধিক মানুষ আহত হন।

ইতিমধ্যে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির পুলিশ ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অভিযান অব্যাহত রেখেছে বলে খবরে বলা হয়েছে। 

আরো পড়ুন: নিহতের সংখ্যা ১০০ কমিয়ে বলছে শ্রীলঙ্কা

এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

ইত্তেফাক/এসআর