শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে আইএস!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৬

বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট বা আইএস! ইসলামিক স্টেটকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া একটি পোস্টার এমনই ইঙ্গিত করছে। ওই পোস্টারে বাংলায় লেখা, 'শীঘ্রই আসছি, ইনশাল্লাহ..। খবর টাইমস অব ইন্ডিয়ার।     

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে এই পোস্টারটি প্রকাশ করা হয়। মুরসালাত নামে আইসিস-এর একটি শাখা সংগঠনের লোগোও রয়েছে পোস্টারের গায়ে। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে খবরে বলা হয়েছে। 

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ‘প্রায় ২৫৩ জন’ নিহত হন। এছাড়া হামলায় পাঁচ শতাধিক মানুষ আহত হন। 

আরো পড়ুন: পাঁচ বছরে মোদির সম্পত্তি বৃদ্ধি ৫২শতাংশ 

ইতিমধ্যে এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির পুলিশ ৭০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অভিযান অব্যাহত রেখেছে বলে খবরে বলা হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে আইএস। 

ইত্তেফাক/এসআর