শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানি হোটেলে স্বাধীনতাকামীদের হামলা, নিহত বেড়ে ৮

আপডেট : ১২ মে ২০১৯, ১৯:১১

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে বেলুচ স্বাধীনতাকামীদের হামলায় নিহতের সংখ্যা মোট ৮ জন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আহত হয়েছে আরো ৬ জন। অভিযান সমাপ্ত ঘোষণার পর এ তথ্য জানানো হয়।  খবর বিবিসি ও ডনের

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর সদস্য, চারজন হোটেলের কর্মকর্তা-কর্মচারী এবং বাকি তিনজন হামলাকারী বেলুচিস্তান লিবারেশন আর্মি’র সদস্য।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিনজন বন্দুকধারী হামলা করে। এর পরপরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুঁড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষপর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হয়।

ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সেইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটি এক টুইটার বার্তায় চীন ও পাকিস্তানের ওপর আরো হামলা চালানো হবে বলে জানিয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী বিএলএ বলছে, তারা চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের টার্গেট করেছে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করেছে।

আরো পড়ুন: ভারতে ৫৯ আসনে ভোটগ্রহণ চলছে

গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। বিদ্রোহী বিএলএ গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না।

ইত্তেফাক/টিএস