বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় দাঙ্গার নেপথ্যে ফেসবুক স্ট্যাটাস—‘তুমিও কাঁদবে একদিন’

আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:১১

শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গার নেপথ্যে একটি ফেসবুক স্ট্যাটাস। দেশটির খ্রিস্টান অধ্যুষিত উপকূলীয় শহর চিলাও’র বাসিন্দা আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার স্ট্যাটাসটি দিয়েছিলেন। এতে তিনি শুধু লিখেছেন, ‘‘তুমিও কাঁদবে একদিন’’। এটিকে হুমকি হিসেবে নিয়েছে খ্রিস্টানরা। রয়টার্স।

পোস্টটি থেকে শুরু হওয়া বিতর্কের জেরে শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি হামলা চালায় স্থানীয় লোকজন। পরে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করে দেয় লঙ্কান কর্তৃপক্ষ। ঘটনার পর প্রশাসন সেখানে কারফিউ জারি করেছে।

গতকাল রবিবার ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন আব্দুল হামিদ মোহাম্মদ হাসমার। এরপরই সেখানে হামলা শুরু হয়। পরে উসকানি দেয়ার অভিযোগ হাসমারকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীলঙ্কার বিভিন্ন মুসলিম সংগঠনের দাবি, বিভিন্ন স্থান থেকে মুসলিম সম্প্রদায়ের ওপর হয়রানির শিকার হওয়ার কয়েক ডজন অভিযোগ পেয়েছেন তারা।

আরো পড়ুন: বুরকিনা ফাসোর গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার চার্চে ও অভিজাত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। এতে ২৫০ এর বেশি লোক নিহত হয়। আহত হয় পাঁচ শতাধিক। এরপর থেকে দেশটিতে ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।

ইত্তেফাক/টিএস