বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইন অমান্যকারীদের লাইভে যেতে দেবে না ফেসবুক

আপডেট : ১৫ মে ২০১৯, ১৬:৫১

ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞের মতো ঘটনার গ্রাফিক ভিডিও দ্রুত শেয়ারিংয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সরাসরি সম্প্রচারের সুযোগ আরো কঠোর করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি বুধবার জানিয়েছে, এখন থেকে ফেসবুক লাইভের আইন ভঙ্গ করেছে এমন ব্যক্তি সরাসরি সম্প্রচারে ফেসবুক ব্যবহার করতে পারবে না। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভাইস-প্রেসিডেন্ট গুই রোজেন বলেন, সুনির্দিষ্ট আইন ভঙ্গ করা ব্যক্তি বা গোষ্ঠী কোন কিছু ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে পারবে না।

রোজেন এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার পর আমাদের সমাজের জন্য ক্ষতিকর বা সমাজে ঘৃণা ছড়ায় এমন সব ঘটনা প্রচারে ফেসবুকের ব্যবহার আমরা কিভাবে সীমিত রাখতে পারি সেটি আমরা পরীক্ষা করে দেখছি।’

তিনি বলেন, ‘আগামীতে আরো অনেক ক্ষেত্রেই ফেসবুক ব্যবহারের নিয়ম কড়াকড়ি করার বিষয়ে আমরা পরিকল্পনা করছি।’

আরও পড়ুনঃ ইরানের কাছে সৌদি জাহাজে হামলা, উত্তেজনা

তিনি আরো বলেন, নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর ঘটনাটি যেভাবে ফেসবুকে বিভিন্নভাবে প্রচার করা হয় সেটা বন্ধে নতুন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন। সে লক্ষ্যে ফেসবুক কাজ করে যাচ্ছে।

ইত্তেফাক/টিএস