শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাজিলে শিক্ষায় ভর্তুকি কমানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:১৫

ব্রাজিলে ‘শিক্ষাকে রক্ষায়’ বুধবার হাজার হাজার ছাত্র ও শিক্ষক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। প্রেসিডেন্ট জেইর বোলসোনারো সরকার ঘোষিত বাজেটে শিক্ষা খাতে রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাসের প্রতিবাদে তারা রাস্তায় নামে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করার পর কট্টর ডানপন্থী প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই প্রথম দেশব্যাপী বড় ধরনের বিক্ষোভ।

ভর্তুকি হ্রাসের প্রতিবাদে ব্রাজিলের ২৭টি অঙ্গরাজ্যের ফেডারেল বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর ক্লাশ বর্জন করেছে ছাত্র ও শিক্ষকরা।

বিক্ষোভকারীরা সাও পাওলো, রিও ডি জানেরো ও বেলো হোরিজোন্টের মতো ব্রাজিলের প্রধান শহরগুলোর রাজপথে নেমে আসে। দিন বাড়তে থাকলে বিক্ষোভ মিছিলগুলোও বড় হতে থাকে।

বাজেটে রাষ্ট্র মালিকানাধীন বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্র প্রদত্ত ভর্তুকি ৩০ শতাংশ হ্রাস করা হয়।

বোলসোনারো বিক্ষোভকারীদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই বিপুল সংখ্যক বিক্ষোভকারী বোকার মতো অল্প কয়েকজন অভিজ্ঞ ও চতুর লোক দ্বারা পরিচালিত হচ্ছেন।’ বামপন্থী চরমপন্থীরাই এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে বলেও  তিনি অভিযোগ করেন।

আরও পড়ুনঃ বাবার জন্য ইরফান সাজ্জাদের দুই বিয়ে!

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে তিনি বলেন, পূর্বসূরীদের কাছ থেকে তিনি এমন একটি ব্রাজিল পেয়েছেন যেটা অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটিকে পুনর্গঠন প্রয়োজন।

ইত্তেফাক/টিএস