শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ায় ভোটগ্রহণ চলছে

আপডেট : ১৮ মে ২০১৯, ১৩:০৬

অস্ট্রেলিয়ার ৪৬ তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা থেকেই ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়ার ভোটাররা। খবর বিবিসির। 

এবারের নির্বাচনে দেশটির ১ কোটি ৬৪ লাখ ভোটার ভোট দেবেন। অস্ট্রেলিয়ায় ভোট দেয়া বাধ্যতামূলক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ও বিরোধী দলীয় নেতা বিল শর্টেনের মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ায় প্রতি তিনবছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০০৭ সাল থেকেই কোন প্রধানমন্ত্রীই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।  

আরো পড়ুন: মার্কিন বাহিনীর ‘ভুল আক্রমণে’ প্রাণ গেল ১৭ আফগান পুলিশের 

এবারের নির্বাচনে দেশটির ভোটারেরা অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, পরিবেশ এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন বলে এক জরিপে জানা যায়। 

ইত্তেফাক/এসআর