শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের কাছে তথ্য পাচারের দায়ে সিআইএ কর্মকর্তার ২০ বছরের জেল

আপডেট : ১৮ মে ২০১৯, ১৯:৩৮

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সিআইএ’র সাবেক এক কর্মকর্তাকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার তাকে এ সাজা দেয়া হয়। আদালতের রায়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ক্ষেত্রে এ ধরনের কাজকে একটি ‘ভীতিকর প্রবণতার’ অংশ হিসেবে অভিহিত করা হয়। খবর এএফপি’র।

২০১৭ সালের মার্চ ও এপ্রিলে সাংহাই সফরকালে ২৫ হাজার ডলারের বিনিময়ে চীনের গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর গোপন তথ্য বিক্রির দায়ে গুপ্তবৃত্তি আইনের আওতায় ৬২ বছর বয়সী কেভিন মালোরিকে দোষী সাব্যস্ত করা হয়।

২০১৭ সালের ৫ মে পাঠানো এক বার্তায় তিনি চীনা এজেন্টকে বলেন, ‘তথ্য হাতে পাওয়া হচ্ছে আপনার বিষয় এবং অর্থ হাতে পাওয়া হচ্ছে আমার বিষয়।’

আরও পড়ুনঃ ৩৫ হাজার ডিম নষ্ট, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

গেল জুন মাসে রন রকওয়েল হ্যানসেন নামে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তিনি তথ্য পাচারের বিনিময়ে চীনের কাছ থেকে অন্তত আট লাখ মার্কিন ডলার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/টিএস