শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

আপডেট : ২২ মে ২০১৯, ১০:০৪

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের বিরোধিতা করছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

দ্য রয়টার্স/ইপসস পাবলিক অপিনিয়ন পোল গতকাল (মঙ্গলবার) এ জরিপের ফলাফল প্রকাশ করেছে।

জরিপে দেখা যায়,শতকরা ৬০ ভাগ মার্কিন নাগরিক আগেভাগে ইরানের ওপর হামলার বিরোধিতা করেছেন। অন্যদিকে মাত্র শতকরা ১২ ভাগ জনগণ ইরানের বিরুদ্ধে আগেভাগে যুদ্ধ শুরুর পক্ষে মত দিয়েছেন।

এছাড়া এই জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, শতকরা ৪৯ ভাগ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতিকে সমর্থন করেন নি। এর মধ্যে শতকরা ৩১ ভাগ বলেছেন, তারা জোরালোভাবে ট্রাম্পের ইরান-নীতির বিরোধিতা করেন।

জানা যায়, ১৭ মে থেকে ২০ মে অনলাইনে পুরো আমেরিকায় এই জরিপ পরিচালনা করা হয়েছে। এতে অংশ নেন ১০০৭ জন যার মধ্যে ডেমোক্র্যাট সমর্থক ৩৭৭ জন ও রিপাবলিকান দলের সমর্থক রয়েছেন ৩১৩ জন। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার ইরানকে হুমকি দিয়েছেন। 

আরো পড়ুন: ভারতে জঙ্গি হামলা, বিধায়কসহ নিহত ১১

ট্রাম্প গত রবিবার  টুইটারে বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। তথ্য সূত্র: পার্স টুডে, ইন্ডিপেন্ডেন্ট। 

ইত্তেফাক/এসআর