শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিয়াকে হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৪৭

সিরিয়ার সরকারি বাহিনী নতুন করে রাসায়নিক হামলা চালিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মঙ্গলবার পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর এএফপি’র। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রবিবার ইদলিবে সরকারি বাহিনীর অভিযান চলাকালে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তারা এমন আভাস পর্যালোচনা করছে। ইদলিব সিরিয়ায় জিহাদিদের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘আমরা এখন তথ্য সংগ্রহ করছি। কিন্তু আমরা আবারো সতর্ক করে বলছি, আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র দেশগুলো এর দ্রুত ও যথাযথ জবাব দেবে।’

রাসায়নিক হামলার জন্য অন্য দলগুলোকে দায়ী করার চেষ্টা করায় তিনি দামেস্ক’র গুরুত্বপূর্ণ মিত্র দেশ রাশিয়ারও নিন্দা করেন।

আরো পড়ুন: নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তাল ইন্দোনেশিয়া, নিহত ৬ 

ওর্তেগাস বলেন, ‘আসাদ সরকারের এ নিন্দনীয় ও ভয়ঙ্কর রাসায়নিক হামলাকে কোনভাবে ছাড় দেয়া যায় না।’

ইত্তেফাক/এসআর