বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘যুদ্ধ না, আমরা ইরানকে নিরস্ত্র করতে চাই’

আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৪৪

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান বলেছেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুধু ইরানকে নিরস্ত্র করতে চাচ্ছে, যুদ্ধ শুরু করতে চাচ্চে না।' বুধবার সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কংগ্রেস সদস্যদের ব্রিফের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেন প্যাট্রিক শানাহান। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, 'আমরা শুধু ইরানকে নিরস্ত করতে চাই, কোনো যুদ্ধ শুরু করতে চাচ্ছি না।'

তিনি আরও বলেন, 'আমেরিকান বাহিনীর বিরুদ্ধে হামলা থেকে ইরানকে রুখতে আমরা শক্তির পুনর্বিন্যাস করেছি। এই মূহূর্তে আমাদের মূল লক্ষ্য ইরান যেন কোন ভুল না করে বসে। আমরা এই পরিস্থিতিকে আর উষ্কাতে চাই না।'

আরও পড়ুন:  যেকোনো অবস্থায় সৌদির পাশে থাকবে ইমরান খান সরকার: পাকিস্তান

মার্কিন স্থাপনায় হামলা থেকে ইরানকে নিরস্ত্র করাতে যুক্তরাষ্ট্রের জোরালো পদক্ষেপের  শানাহান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শানাহানের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করায় ইরানের কাছ থেকে আসা হুমকি কমে গেছে।

ইত্তেফাক/জেডএইচডি