শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাত্র ৫ ভোট পেয়ে অঝোরে কাঁদলেন প্রার্থী

আপডেট : ২৪ মে ২০১৯, ১১:৪০

ভারতের লোকসভা নির্বাচনের গতকাল ভোট গণনা শেষে ফলাফল জানানো হয়। এতে এক স্বতন্ত্র প্রার্থী মোটে মাত্র ৫ টি ভোট পেয়েছেন। এমন ফলাফল শোনার পর অঝোরে কাঁদেন ওই প্রার্থী। 

ওই প্রার্থীর অভিযোগ তার পরিবারের সদস্যরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেননা তার পরিবারের ভোটার সংখ্যা ৯ জন কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৫ ভোট।  

জানা যায়, পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাড়ান নিতু শাতরান ওয়ালে। গতকাল ফলাফল শোনার পর কান্নায় ভেঙে পড়েন নিতু।      

এক সংবাদমাধ্যম নিতুর সাক্ষাৎকার নিতে গেলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। ওই প্রার্থী জানান, আমি মাত্র পাঁচ ভোট পাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার পরিবারের লোকজন আমার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে।  

আরও পড়ুন: জয়ের পর তিনটি প্রতিজ্ঞা করলেন মোদি 

এছাড়া ওই প্রার্থী ইভিএম-এ কারচুপির অভিযোগ তোলেন। 

ইত্তেফাক/এসআর