শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বাঁধানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আপডেট : ২৪ মে ২০১৯, ২০:৩৫

ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ সৃষ্টিকে উসকানি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'ট্রাম্প প্রশাসন এভাবে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও বোমারু বিমান পাঠিয়ে ওয়াশিংটন এ অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে।' 

তিনি আরও বলেন, 'পরমাণু সমঝোতার বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো পদক্ষেপ ওয়াশিংটনের নেওয়া ঠিক হবে না।' এ সময় তিনি মার্কিন কর্মকর্তাদের এই উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, 'ওয়াশিংটনের এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য নতুন নতুন সংকট সৃষ্টি করতে পারে।'

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিজেপি নেতা গুলিবিদ্ধ
 
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইরানে সামরিক হামলার হুমকি দেন এবং ইরানি কর্মকর্তারা নয়া পরমাণু সমঝোতা নিয়ে আলাপ করার জন্য তাকে ফোন করবেন বলে তিনি বিশ্বাস করেন বলে জানান। অপরদিকে বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসাকে বিষপান করা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানি জনগণ প্রতিরোধের মাধ্যমে শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইত্তেফাক/জেডএইচডি