মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাজিলে কয়েদিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১৫

আপডেট : ২৭ মে ২০১৯, ১১:৫৬

ব্রাজিলের আমাজোনাস প্রদেশের একটি জেলে আসামিদের  মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার এই তথ্য জানানো হয়েছে। খবর স্ট্রেইট টাইমসের।   

রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এ কারাগারে সাক্ষাতের সময় চলাকালে স্থানীয় সময় ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। 

কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। এতে দর্শনার্থীদের কেউ মারা যায়নি।’

মার্কোস আরো বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। 

কর্তৃপক্ষ রবিবার সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

আরো পড়ুন: যে কোনো আক্রমণকে প্রতিহত করবে ইরান

এর আগে ব্রাজিলে গত ২০১৭ সালে কয়েদিদের মধ্যে সংঘর্ষে ৫৬ জন নিহত হয়। 

ইত্তেফাক/এসআর