মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিমের ‘ছোট অস্ত্রে’ বিরক্ত নই: ট্রাম্প

আপডেট : ২৭ মে ২০১৯, ০৯:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ছোট বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ছোট ক্ষেপণাস্ত্র পরীক্ষাতে তিনি বিরক্ত নন।

রবিবার রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছনোর পর ট্রাম্প এক টুইট বার্তায় এসব উল্লেখ করেন।

ট্রাম্প তার টুইটারে বলেন, ‘উত্তর কোরিয়া কিছু ছোট অস্ত্র পরীক্ষা করেছে যাতে আমার কিছু লোকজন বিরক্ত কিন্তু আমি বিরক্ত নই।’

টুইটারে ট্রাম্প আরো লিখেছেন, চেয়ারম্যান কিম-এর উপর আমার আস্থা আছে যে তিনি তাঁর প্রতিশ্রুতি রাখবেন।

তবে উত্তর কোরিয়ার অস্ত্র সংক্রান্ত বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বক্তব্য এবং ট্রাম্প-এর বক্তব্য পুরোপুরি উল্টো। 

বোল্টন বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে। 

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে 'লাগাম টানতে' গত বছরে প্রথম বারের মত সিঙ্গাপুরে বৈঠকে বসেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ও প্রেসিডেন্ট ট্রাম্প।  

আরো পড়ুন: ব্রাজিলে কয়েদিদের মধ্যে সংঘর্ষ, নিহত ১৫

এরপর দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটলেও চলতি বছরে ভিয়েতনামে বৈঠকে কোন ধরনের চুক্তি ছাড়া ভেস্তে যায় ট্রাম্প-কিম বৈঠক। এরপর দেশ দুইটির মধ্যে ফের সম্পর্কের অবনতি ঘটে। 

ইত্তেফাক/এসআর