শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে গাড়ি বহরে হামলা, পাঁচ জওয়ান নিহত

আপডেট : ১২ জুন ২০১৯, ২০:২৩

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় পাঁচজন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছে। আহত দু'জন। এছাড়াও একজন পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

জানা যাচ্ছে, জওয়ানদের উপরে হামলা চালানো দুই জঙ্গির একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। অনন্তনাগের কেপি রোডে ওই ঘটনাটি ঘটে। গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চা‌লায় জঙ্গিরা। 

অনন্তনাগ পুলিশ স্টেশনের স্টেশন হাউস কর্মকর্তা আর্শাদ আহমেদ ওই হামলায় আহত হয়েছেন, তাঁকে শ্রীনগরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পিটিআই জানিয়েছে।

সবশেষ খবর অনুযায়ী এখনও অভিযান চলছে। বিস্তারিত বিবরণ ধীরে ধীরে প্রকাশিত হবে। কয়েক মাস আগে কাশ্মীরের পুলওয়ামায় গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরে আবার একই রাজ্যে জঙ্গি হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীকে বাড়ি ছাড়ার নোটিস

জানা গেছে, হামলার সময় নিরাপত্তা রক্ষীদের টার্গেট করেছিলো জঙ্গিরা। এ সময় কেন্দ্রীয় পুলিশ প্রতিরক্ষা বাহিনীর  (সিআরপিএফ) এর একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা।

ইত্তেফাক/টিএস