শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত ২৪

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৪:১৩

ক্যামেরুনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ সেনা সদস্য রয়েছেন। উত্তরাঞ্চলে চাদ হ্রদে দেশটির একটি দ্বীপে এ হামলার ঘটনা ঘটে। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়, রবিবার গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি দ্বীপটির দারাক জেলায় হামলা চালায়। 

দারাকের মেয়র আলি রামাত জানান, জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালায়।  

আরো পড়ুন: পাথরঘাটায় পেট্রোল ঢেলে দেয়া আগুনে শিশুর মৃত্যু, মা দগ্ধ

এ সময় কয়েক ঘণ্টার এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

কট্টর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষে এক দশক ধরে লড়াই করছে নাইজেরিয়ার জঙ্গি এই গোষ্ঠীটি। গোষ্ঠীটির জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালায়। তাদের এ হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার মানুষ নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ