বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুজরাটে আঘাত না হেনে সাগরমুখী ঘূর্ণিঝড় বায়ু

আপডেট : ১৩ জুন ২০১৯, ১৪:১২

ঘূর্ণিঝড় বায়ু ভারতের গুজরাটে আছড়ে না পড়ে পথ বদলে সমুদ্রের দিকে সরে গেছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি গুজরাটে আছড়ে পড়ার কথা ছিল। পথ পরিবর্তন করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার জন্য পশ্চিম উপকূলে হাই অ্যালার্ট জারি রেখেছে দেশটির আবহাওয়া অফিস। 

বায়ুকে বলা হয়েছিল ক্যাটেগরি ২ ঘূর্ণিঝড়, কিন্তু তা শক্তিক্ষয় করে ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। 

আরো পড়ুন: এন্টেনা টানাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

ঘূর্ণিঝড় বায়ুর কারণে বুধবার গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে তিন লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। উদ্ধার ও ত্রাণ কাজের জন্য তৈরি থাকতে বলা হয়েছিল ৫২ সদস্যের একটি ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এদিকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বায়ুর তাণ্ডবের মুখে পড়েছে ১০টি চীনা জাহাজ। বায়ুর পর এই অঞ্চলে পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘হাইকা’।

ইত্তেফাক/জেডএইচ