শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার আর্জি কৃষকের

আপডেট : ১৭ জুন ২০১৯, ১০:১৫

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে আত্মহত্যার অনুমতি চেয়েছেন দেশটির উত্তরপ্রদেশের এক কৃষক। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট, তাই ওই কৃষক আত্মহত্যার অনুমতি চেয়ে সরাসরি মোদির কাছেই আর্জি জানিয়েছেন।  

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকে খাবার পানির সমস্যা দীর্ঘ দিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ খাবার পানির সংকট সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনিক দফতরে গিয়ে তিনি খাবার পানি সম্পর্কে অভিযোগ করেন। বলেন, ‘আমাদের এখানে খাবার পানির সংকট।  আমার ছোট ছোট মেয়েরা খাওয়ার পানি পাচ্ছে না। প্রশাসনকে বলে কোনও কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।’ 

আরও পড়ুন: ট্যাংকারে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত থাকতে পারে: ইরান

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে খাবার পানির সংকট শুধু উত্তরপ্রদেশেই নয়। এর আগে মহারাষ্ট্রের দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেন এক কৃষক।  

ইত্তেফাক/এসআর