শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সব কোরআন ধ্বংস করা হবে’

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৯:৫৮

নরওয়েতে ‘স্টপ ইসলামাইজেশন’ নামে ইসলাম বিদ্বেষী একটি দল দেশটির মুসলিম সম্প্রদায়ের লোকজনের চলাফেরা ও কার্যক্রম নিষিদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। দলটির প্রধান নেত্রী গত শনিবার সমাবেশে এক বক্তব্যে বলেন, ‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সেইসঙ্গে সব কোরআনের কপি ধ্বংস করা হবে।’ খবর আনাদুলু’র।      

শনিবার দেশটির রাজধানী অসলোতে দলটি এক ইসলাম বিদ্বেষী সমাবেশের আয়োজন করে। সেখানে ওই দলের প্রধান অ্যানা ব্রাটেন প্রকাশ্যে একটি কোরআন শরিফ ছিরে ফেলতে চান। কিন্তু পুলিশ সদস্যরা কোরআনের কপিটি সংরক্ষণে চেষ্টা করলে তিনি তা ছুঁড়ে ফেলেন।

এসময় সেখানে উপস্থিত অনেক মুসলিম সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদ জানান। 

আরও পড়ুন: ফের উত্তপ্ত কাশ্মীর, চলছে গোলাগুলি 

এছাড়া অ্যানা ব্রাটেন  মুসলিম সম্প্রদায়ের লোকজনকে গালি দেন ও হিজাব নিয়ে কটূক্তি করেন। সেসময়ই বলেন, ‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সেইসঙ্গে কোরআনের সব কপি ধ্বংস করা হবে।’ 

ইত্তেফাক/এসআর