শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ জুন ২০১৯, ১০:৪৪

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী প্যাট্রিক শানাহান সোমবার এ তথ্য জানান। খবর বিবিসির। 

এক বিবৃতিতে প্যাট্রিক শানাহান বলেন, প্রায় এক হাজার অতিরিক্ত সেনা পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এসব সেনা আকাশ, নৌ ও স্থল হুমকি মোকাবেলায় কাজ করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না। কিন্তু ওই অঞ্চলে নিয়োজিত আমারদের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ। 

এছাড়া তিনি দাবি করেন, ইরান ও ইরান পন্থী গ্রুপগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা এবং স্বার্থের জন্য হুমকি হয়ে উঠেছে। সেইসঙ্গে তিনি ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।

আরও পড়ুন: ‘নরওয়েতে ইসলামের কোনো স্থান নেই, সব কোরআন ধ্বংস করা হবে’ 

এদিকে মার্কিন নৌবাহিনী ওমান সাগরে দুটি ট্যাংকারে ইরান জড়িত আছে বলে এমন ছবি শেয়ার করেছে। 

ইত্তেফাক/এসআর