শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাকির নায়েকের ‍বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির হুমকি

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:১৫

মুসলিম ধর্মগুরু জাকির নায়েককে ৩১ জুলাই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি বিশেষ আদলত। অন্যথায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছেন বিচারক।

হাওয়ালা মামলায় বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে ‘পিস টিভি’-র কর্ণধারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনএইএ)। 

আগেই পলাতক জাকিরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আবেদন জানিয়েছিল ইডি। তারপরই ‘প্রিভেনশন অফ মনি লন্ড্রারিং অ্যাক্ট’ বা পিএমএলএ আদালত এই নির্দেশ দেয়। অভিযোগ, প্রায় ১৯৩ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে অন্যত্র সরিয়েছেন নায়েক।

বর্তমানে মালয়শিয়ায় রয়েছেন জাকির। ‘পিস টিভি’-র মাধ্যমে উগ্র ইসলামের প্রচার ও যুবকদের মগজধোলাই করে জেহাদ ছড়ানোর অভিযোগ রয়েছে নায়েকের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মাকে গলা কেটে হত্যার পর লাশের পাশে মেয়েকে ধর্ষণ

ইতিমধ্যে ভারত ও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে পিসটিভি চ্যানেল। শ্রীলঙ্কায় হওয়া ‘ইস্টার ডে’ ধারাবাহিক বিস্ফোরণের পর সে দেশেও নিষিদ্ধ করা হয়েছে পিস টিভি। 

ইত্তেফাক/টিএস