শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘মসজিদে রাম, মন্দিরে আল্লাহকে যেন পাওয়া যায়’

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৮:১৮

ধর্মনিরপেক্ষ ভারতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যাত্রা শুরু করলেন অধীরঞ্জন চৌধুরী। যাকে লোকসভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। দলের পর্যাপ্ত সাংসদের অভাবে বিরোধী দলীয় নেতার মর্যাদা পাননি। তবে কংগ্রেসকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন না সেকথা বুঝিয়ে দিলেন এই কংগ্রেস নেতা।  

ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনও রকমের আপস করবেন না অধীরঞ্জন। রাম আর রহমান দুই-ই তার কাছে সমান। এ দিনের ভাষণে সকলেরই মন জয় করে নেন অধীর। নতুন স্পিকার ওম বিড়লা এ দিন তার আসনে বসার পরেই সভায় প্রথম বলার সুযোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার পরেই বলার সুযোগ পান কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।  

আরও পড়ুন : পরীক্ষামূলক স্বাস্থ্য বীমা কার্যক্রম শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

তাঁর ভাষণে একটি উর্দু কবিতাকে উদ্ধৃত করে অধীর বলেন, ‘দেশটা এমন হোক, আমাদের সমাজটা এমন হোক যাতে এক জন মুসলিম মসজিদে গিয়ে রামকে খুঁজে পান। এক জন পণ্ডিত (হিন্দু) যেন মন্দিরে গিয়ে খুঁজে পান রহমানকে। বিভেদে যেন খণ্ডিত না হয়ে যায় দেশ। মানুষ যেন মানুষকেই খুঁজে পান। কোনও ধর্মের রং প্রকট না হয়ে ওঠে। যেন  ধর্ম যেন হয়ে ওঠে ঐক্য, সংহতির চালিকাশক্তি। সমাজটাকে আমাদের সেই ভাবেই গড়ে তুলতে হবে।’

তার আগে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এ দিন বলেন, ‘আমি কারও পক্ষে যেতে চাই না। যেতে চাই না কারও বিপক্ষেও। আমি নিরপেক্ষ থাকতে চাই।’

ইত্তেফাক/কেআই