শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুলিতে ৮ সৌদি সেনা নিহত

আপডেট : ২৩ জুন ২০১৯, ২০:২৪

ইয়েমেনের সামরিক বাহিনীর স্নাইপারদের পৃথক হামলায় সৌদি আরবের আট সেনা নিহত হয়েছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের সীমান্তে এসব সেনা নিহত হয় বলে ইয়েমেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মিডল ইস্ট মনিটরের খবর।

ইয়েমেনের একটি সামরিক সূত্র টিভি চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, শনিবার বিকালে নাজরান প্রদেশের আল-সাদিস এলাকায় হামলা চালিয়ে ইয়েমেনের সেনারা সৌদি আরবের আট সেনাকে হত্যা করেছে।

অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী নাজরান প্রদেশের রাকাবাত আয-যুর সামরিক ঘাঁটিতে হামলা চালালে সেখানে দুই সৌদি সেনা মারা যান।
এ ছাড়া ইয়েমেনের সেনারা ও হুথি যোদ্ধাদের গুলিতে আসির প্রদেশের আল-মাজাযাহ এলাকায় আরেক সৌদি সেনা নিহত হয়।

সৌদি আরব ২০১৫ সালের মার্চে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। দেশটির ক্ষমতাচ্যুত সুন্নি প্রেসিডেন্ট মনসুর হাদিকে ফের ক্ষমতায় আনার লক্ষ্যে তারা এই হামলা চালায়। 

আরও পড়ুনঃ ‘চাষাবাদ করতে’ প্যারোলে মুক্তি চান রামরহিম

আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে এই যুদ্ধে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়ে। প্রাণ হারায় ৫৬ হাজার মানুষ।

ইত্তেফাক/টিএস