বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:০৫

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর ছিল  মাত্রা ছিল ৬.১। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য  জানায়। খবর এএফপি’র। 

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫ মিনিটে পাপুয়া প্রদেশের আবেপুরা শহরের প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ২১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

খবরে বলা হয়, সেখানে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মাত্র গত সপ্তাহে ওই এলাকায় ভূপৃষ্ঠের স্বল্প গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গত বছর সুলাওয়েসি দ্বীপের পালুতে একটি শক্তিশালী ভূমিকম্পে এবং এরফলে সৃষ্ট সুনামির আঘাতে ২ হাজার ২শ’ জনের বেশী লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫।

আরও পড়ুন: পুনরায় মেয়র নির্বাচনে এরদোগানের দলের ভরাডুবি 

২০০৪ সালের ২৬ ডিসেম্বর আচেহ প্রদেশে রিখটার স্কেলে ৯.১ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্পে এবং এরফলে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

ইত্তেফাক/এসআর