শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৬ টি ট্রেন থামিয়ে দিল ‘ক্ষুদ্র পোকা’!

আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:২৫

ছোট একটি পোকার জন্য থামতে হয়েছে ২৬ টি ট্রেনকে। এতে ভোগান্তিতে পড়তে হয় প্রায় ১২ হাজার যাত্রীকে। এই ঘটনা ঘটেছে জাপানের দক্ষিণাঞ্চলে। খবর বিবিসির।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে বিবিসি জানায়, ছোট একটি পোকা রেললাইনের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। আর এতেই ঘটে বিপত্তি। এর ফলে ডজন ট্রেন থেমে যায়। 

জাপানের কিয়ুসু রেল বিভাগের কর্মকর্তারা জানান, পোকাটি রেললাইনের পাশে থাকা একটি বৈদ্যুতিক যন্ত্রে মধ্যে ঢুকে গিয়েছিল। এতেই অকেজো হয়ে গিয়েছিল যন্ত্রটি।

রেলওয়ের এক মুখপাত্রে ভাষায়, ওই ছোট পোকাটির  চলাফেরায় শর্ট সার্কিট হয় যন্ত্রে। পোকাটি পুড়ে মারা যায়।  এতে বিদ্যুতের অভাবে থেমে যায় ট্রেন।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সাইবার হামলায় ‘কিছুই হয়নি’: ইরান 

তবে জাপানের রেল বিভাগের কর্মকর্তারা এএফপি’কে বলছেন, এই ধরনের  ঘটনা দুর্লভ। 

ইত্তেফাক/এসআর