তালেবানরা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেছে, আফগান মিডিয়া সংস্থাগুলিকে "জিহাদ ও তালিবান বিরোধী অপপ্রচার" ছড়ানো বন্ধ করতে হবে অন্যথায় তাদেরকে শত্রু হিসাবে টার্গেট করা হবে। আল-জাজিরা।
সশস্ত্র দলটি একটি বিবৃতি জারি করেছে যাতে টেলিভিশন, রেডিও এবং অন্যান্য প্রকাশনা প্রচার মাধ্যমকে এক সপ্তাহের মধ্যে ‘তালিবান বিরোধী প্রচার’ বন্ধ করতে অথবা আক্রমণের জন্য বৈধ লক্ষ্য হিসাবে প্রস্তুত থাকতে বলেছে।
বিবৃতিতে বলা হয়, "এই ক্ষেত্রে, তথাকথিত মিডিয়া সংগঠনগুলির সাংবাদিক বা কর্মীরাও নিরাপদ থাকবে না"।
আফগান সরকার কোনও আক্রমণের সাথে সম্পর্কিত তথ্য কর্তৃপক্ষকে দিতে মানুষকে উৎসাহিত করে থাকে। যা নিয়মিত প্রচার মাধ্যমে টাকার বিনিময়ে প্রচার করা হয়।
আরও পড়ুনঃ দোকানে চুরি, সিডনিতে ধরা পড়লো ভারতীয় পাইলট
তালেবানরা আফগান বুদ্ধিজীবী ও গণমাধ্যম কর্মীদেরকে ‘‘তালিবানদের বিরুদ্ধে মানুষের মধ্যে বিকৃত তথ্য প্রচারের জন্য” অভিযুক্ত করে থাকে।
ইত্তেফাক/টিএস