শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিযান চালানোয় পুলিশের বিরুদ্ধে মামলা করলো টিভি

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:০০

অভিযান চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে অস্ট্রেলীয় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)৷ গণমাধ্যম প্রতিষ্ঠানটির বার্তাকক্ষে পুলিশি অভিযানের বৈধতা এবং গুরুত্বপূর্ণ নথি ফেরত চেয়ে মামলাটি দায়ের করা হয়৷ ডয়চে ভেলে।

সিডনিতে অবস্থিত এবিসির সদর দপ্তরে জুনের শুরুতে অভিযান চালায় পুলিশ৷ দেশটির সামরিক বাহিনী নিয়ে, ২০১৭ সালের এক অনুসন্ধানী রিপোর্টের নথি ছিল চ্যানেলটির বার্তাকক্ষে৷ অভিযানে ওই নথি জব্দ করে পুলিশ৷ আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষায়িত বাহিনীর যুদ্ধাপরাধের মতো ন্যাক্কারজনক ঘটনার তথ্য প্রমাণ আছে জব্দ করা ওই নথিতে৷

মামলায় অভিযানটি অবৈধ ঘোষণা করে, নথি ফেরতের আর্জি জানিয়েছে এবিসি৷ এমনকি  অভিযানের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটি৷
এবিসির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড অ্যান্ডারসন বলেন, ‘‘এই অভিযান রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে৷''

আন্ডারসন আরো বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক গুরুত্ব আর তথ্যদাতার গোপনীয়তা রক্ষার স্বার্থে, আদালতের কাছে, এই অভিযান অবৈধ ঘোষণার দাবি জানাবে এবিসি৷

আদালতের সিদ্ধান্ত আসার আগে এই নথি দেখার অনুমতি নেই পুলিশের, জানিয়েছে এবিসি৷

এদিকে, অভিযানের পক্ষে সাফাই গেয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে অভিযানটি চালানো হয়েছে৷ অন্যথা ‘‘জাতীয় স্বার্থ ভয়াবহ সংকটে'' পড়ার আশঙ্কা করছে পুলিশ৷

আরও পড়ুনঃ দোকানে চুরি, সিডনিতে ধরা পড়লো ভারতীয় পাইলট

তবে, মামলার শুনানির জন্য জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে৷

ইত্তেফাক/টিএস