শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজেপিতে যোগ দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৮:৩৪

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। সোমবার পার্লামেন্ট হাউসে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে জয়শংকর বিজেপিতে যোগ দেন। খবর এনডিটিভির

 

 

ভারতের পররাষ্ট্র সার্ভিসের ১৯৭৭ ব্যাচের কর্মকর্তা এস জয়শংকর এর আগে প্রধানমন্ত্রী মোদির প্রথমবারের শাসনামলে তিন বছরের জন্য পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৮ সালে অবসরে যান। ২০১৫ সালের জানুয়ারিতে সুজাতা সিংকে বাদ দিয়ে জয়শংকরকে স্থলাভিষিক্ত করা হয়। অবসরের পর জয়শংকর টাটা গ্রুপের আন্তর্জাতিক বিষয়ের প্রেসিডেন্ট পদে বসেন।

আরো পড়ুন : বিশ্বকাপে আজ অ্যাশেজের আমেজ

ধারণা করা হচ্ছে, বিজেপি জয়শংকরকে রাজ্যসভার গুজরাট আসন থেকে প্রার্থী করতে পারে। উল্লেখ্য, শপথের ছয় মাসের মধ্যে জয়শংকরকে পার্লামেন্টের সদস্য হতে হবে।

 

 বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, জয়শংকর প্রধানমন্ত্রী মোদির খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন দুর্যোগের সময়ে প্রধানমন্ত্রী মোদিকে সহায়তা করেছেন এস জয়শংকর। গত মার্চে জয়শংকরকে পদ্ম শ্রী পদক দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

ইত্তেফাক/ইউবি