বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন নিষেধাজ্ঞা ভয় পাই না: তুরস্ক

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:০৮

রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ক্রয়ের ক্ষেত্রে তার দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় পায় না। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। 

আঙ্কারায় রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড সেজিবেরা’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা এরইমধ্যে এস-৪০০ কিনে ফেলেছি। এখন আমেরিকা কি নিষেধাজ্ঞা দেয় বা কোন বিবৃতি প্রকাশ করে তা আমাদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়।’ 

মেভলুত কাভুসগ্লু বলেন, ‘রাশিয়া কবে নাগাদ এস-৪০০ হস্তান্তর করবে এখন আমরা সে বিষয়ে আলোচনা করছি। কাজেই এখন আর এ ব্যবস্থা ফিরিয়ে দেয়ার প্রশ্নই ওঠে না।’ 

২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য চুক্তি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

আরও পড়ুন: কংগ্রেস সব রাজ্য কমিটি ভেঙে দিল 

মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে।  

ইত্তেফাক/এসআর